Upwork Available Now BadgeFebruary 2, 2022

Upwork Available Now Badge



আপওয়ার্ক এ Available Now ব্যাজ নিয়ে অনেকের অনেক question আছে ।

যারা আপওয়ার্ক এ নতুন কাজ নিতে ইচ্ছুক তাদের জন্য আপওয়ার্ক Available Now ব্যাজ নিয়ে এসেছে, যা দেখে ক্লায়েন্ট বুঝবে এই ফ্রীলান্সার এখন নতুন কাজ নেয়ার জন্য Available. তাই এই ব্যাজটি নতুন আপওয়ার্ক ফ্রীলান্সার দের জন্য অনেক ইম্পরট্যান্ট।

তবে এই ব্যাজ টি প্রোফাইল এ অ্যাড করতে প্রতি সপ্তাহে আপওয়ার্ক ফ্রীলান্সার দের খরচ করতে হবে অন্তত ৬ কানেক্ট । প্রোফাইল এ ক্লায়েন্ট এর ভিউ এর লোড বেড়ে গেলে আরো বেশি/কম কানেক্ট কেটে নিতে পারে । তবে আমরা এই ব্যাজ অ্যাড করার সময় আমরা ম্যাক্সিমাম কানেক্ট কেটে নেয়ার লিমিট সেট করে দিতে পারি ।
তাই এই ব্যাজ টি আমি রেকমেন্ড করবো নতুন ফ্রীলান্সার দের অ্যাড করে নিতে ।

ভিডিও:

Leave a Comment

Please check your email
Please check your message
Thank you. Your message has been sent.
Error, email not sent